English Pronunciation & Spelling Rules

1. One Syllable এ c এর উচ্চারণ s এর মতো হলে তারপরে যে vowel থাকবে তা হবে e, i, y. যেমনঃ cent, city, cycle. এছাড়া এক সিলেবলে বাকী সব স্থানে c উচ্চারণ k হবে। যেমনঃ cat, clip ইত্যাদি।

2. One Syllable G এর উচ্চারণ j এর মতো হলে তার পরে যে vowel থাকবে তা হবে e, i, or y. যেমন – gem, giant, gym. এছাড়া এক সিলেবলে বাকী সবস্থানে G উচ্চারণ g (গ) এর মতো হবে। যেমনঃ garden, glad.

3. Silent E: কোন শব্দের শেষে consonant এর পরে e থাকলে e এর উচ্চারণ silent থাকবে এবং তার পূর্বের vowel-টির উচ্চারণ দীর্ঘ হবে। যেমনঃ kite, bite, (vowel i long pronunciation). কিন্তু kit এর vowel i short pronunciation.

4. যদি কোনো word এ ব্যবহৃত i এবং e একত্রে থেকে দীর্ঘ-ঈ (বা double) এর মতো উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে i ব্যবহৃত হয় এবং পরে e ব্যবহৃত হয়। যেমনঃ Achieve, belief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, ceiling.

5. word এ ব্যবহৃত i এবং e যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে e এবং পরে i ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height

6. Q এর পরে সব সময় u হবে। যেমনঃ Queen, quick.

7. One syllable এ শব্দের শেষের বর্ণটি double হলে তার মধ্যে সব সময় একটি vowel বসবে. যেমনঃ stiff, spell, pass.

8. শব্দের শেষের k এর উচ্চারণ k এর মতো হলে k or ck বসে. এর মধ্যের vowel এর উচ্চারণ সংক্ষিপ্ত হলে ck বসবে, যেমন sick. আর vowel উচ্চারণ দীর্ঘ হলে k হবে, যেমনঃ milk.  

9. Vowel a, e, i, o, u এর উচ্চারণ সাধারণত শব্দের শেষে এর নিজস্ব উচ্চারণ বজায় থাকে। যেমনঃ apon, me, go, unit.

10.. কোন শব্দ i, u, v or j দিয়ে শেষ হয় না। এর শেষে silent e থাকে। যেমনঃ have।

11. কোন শব্দের সংকোচন করতে হলে apostrophe s দিয়ে short phrase করতে হবে। যেমনঃ I’ve= I have.

12. কোন শব্দে vowel এর উচ্চারণ short হলে dge এর উচ্চারণ j হবে। যেমন: knowledge

13. long c যুক্ত কোন শব্দে e এর পরে i হবে। যেমনঃ receive, ceiling, deceit. বাকী শব্দগুলোতে i এরপরে e হবে। যেমনঃ believe, field. Unless it sounds like A or sh. যেমনঃ Neighbor, beige, weigh. Exceptions: seize, either, weird, height, foreign, leisure, counterfeit, forfeit, neither, science, conscience, species, sufficient.

14. Suffix instead of y: y-এর পূর্বে consonant-যুক্ত কোন শব্দে suffix বা অতিরিক্ত অংশ যোগ করলে y এর বদলে ies. ed, er, est যোগ করতে হবে।

যেমনঃ Cry-cried-crier, Dry-dried- drier; but drying, dryish, Baby-babies, Family-families, ugly-ugliest.

Beauty- beautiful-beautify-beautician, happy- happiness-happily-happier-happiest, angry-angrier-angriest-angrily-angriness, pretty-prettier-prettiest, ready-readily, defy-defies-defied; but defying, apply-applies-applied; but applying

কিন্তু কোন শব্দের শেষে y এর পূর্বে vowel থাকলে suffix বা বহুবচন করার জন্য ies না হয়ে শুধু s যোগ করতে হবে। কারণ একসাথে তিনটি vowel বসে না।

কোন শব্দে y এর পূর্বে একই consonant দুইবার থাকলে তার সাথে suffix ly যোগ করতে হলে y এর বদলে i বসবে। যেমনঃ sloppy – sloppily, happy – happily, scary – scarily, Funny – funnily. Exception: Dryly.

Exception: Lay – laid (irregular spelling).  কিন্তু Y এর পরে suffix ing যোগ করতে হলে y অপরিবর্তিত রেখেই ing যোগ করতে হবে। cry- crying, lay – laying, tidy – tidying.  

15. কোন শব্দের শেষে e থাকলে এবং সেই শব্দের সাথে suffix ed, er, est যোগ করতে হলে root word silent e drop করতে হবে। যেমনঃ bare – bared, eye – eyes, blue – bluest, write-writing, hope-hoping, excite-excitable, joke-joker, large-largish, close-closing, sense-sensible, opposite-opposition, imagine-imagination.

কিন্তু কোন শব্দের শেষে ce এবং ge থাকলে এবং তার উচ্চারণ soft হলে তার সাথে suffix ous, able ইত্যাদি যোগ করতে হলে e drop করতে হবে না। যেমনঃ courage-courageous, outrage-outrageous, notice-noticeable, manage-manageable.

16. Double consonant/ single consonant: কোন শব্দের শেষে s, sh, ch, x, z থাকলে plural করার সময় es যোগ করতে হবে। যেমনঃ bench – benches, bus – buses, wish-wishes, splotch-splotches, box-boxes, spritz-spritzes. বহুবচনে es যুক্ত উচ্চারণ s এর বদলে z এর মতো হবে। Exception: Mouse-mice, moose, 

17. এক syllable শব্দে একটি vowel এবং শেষে একটি consonant থাকলে তার সাথে suffix যোগ করতে হলে মূল শব্দের শেষের consonant double করে যোগ করতে হবে। যেমনঃ put-putting, cut-cutting, sit-sitter, big-bigger, tap-tapping, shop-shopping, fat-fatten-fattening-fatter-fatter.

কিন্তু দুই syllable-যুক্ত শব্দের final syllable এর উচ্চারণ দীর্ঘ বা জোড় দিয়ে উচ্চারণ হলেও শেষের consonant এর সাথে suffix যোগ করতে হলে মূল শব্দের শেষের consonant double করে যোগ করতে হবে। যেমনঃ begin-beginning, refer-referring, occur-occurring-occurred-occurrence.

18. কোন শব্দের এর শেষে f বা fe থাকলে plural করার জন্য f বা fe বদলে ves বসাতে হবে। যেমনঃ calf- calves, half-halves, knife-knives, leaf-leaves, loaf-loaves, life-lives, wife-wives, shelf-shelves, thief-thieves, yourself-yourselves,

কিছু শব্দকে plural করার জন্য s বা ves দুটোই হবে। যেমনঃ scarf-scarfs/scarves, dwarf-dwarfs/dwarves, wharf-wharfs/wharves, handkerchief – handkerchiefs/ handkerchieves,

কোন শব্দের শেষে ff থাকলে plural করার সময় শুধু s যোগ করতে হবে। যেমনঃ cliff-cliffs, toff-toffs, scuff-scuffs, sniff-sniffs, কিন্তু f এর আগে যদি double vowel তাহলে শুধু s যোগ হবে। যেমনঃ chief-chiefs, spoof-spoofs, roof-roofs, oaf-oafs. Except: leaf-leaves, thief-thieves.

19. কোনো শব্দের শেষে ful যোগ করতে হলে একটা l হবে। যেমনঃ grate+ful=grateful, faith+ful=faithful, hope+ful=hopeful, careful, useful, beautiful,

কিন্তু যদি কোনো শব্দের শেষে ful এর সাথে y যোগ করতে হয় অর্থাৎ যদি কোন শব্দের শেষে fully যোগ করতে হয় তাহলে double ll-ই হবে। যেমনঃ gratefully, carefully, hopefully, faithfully,  

কিন্তু যদি ful যোগ না করে কোন শব্দের শেষের e এর পরে ly যোগ করতে হয় তাহলে single l হবে। যেমনঃ lovely, likely, lively, completely, definitely. except: truly (true+ly=truly)

20. কোন শব্দের শেষে le থাকলে তার শেষে y যোগ করতে হলে e উঠে যাবে। যেমনঃ gentle- gently idle- idly, subtle- subtly,

21. কোন শব্দের প্রথমে prefix হিসেবে all যোগ করতে হলে double l না হয়ে একটা l হবে। যেমনঃ all+ so= also, all+ most= almost, all+ though=although, always, already, (alright/all right both is right), altogether (in total) and all together (all in one place or all at once) do not mean the same thing.

22. l দ্বারা গঠিত এক syllable বিশিষ্ট শব্দে যদি  l এর পূর্বে ১টি vowel থাকে, তাহলে এ শব্দের শেষে ll ব্যবহার করতে হবে। যেমনঃ  well, tell, fill, till।

23. l দ্বারা সমাপ্ত এক syllable বিশিষ্ট শব্দে যদি l এর পূর্বে ২টি vowel থাকে, তাহলে ঐ শব্দের শেষে ১টি l ব্যবহার করতে হবে। যেমনঃ Feel, weal, meal, goal।

24. Consonant যুক্ত কোনো suffix (ness ব্যতীত) যদি ll দ্বারা সমাপ্ত হয়ে 1 syllable বিশিষ্ট কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাহলে শেষের l বাদ যাবে। যেমনঃ well+come=welcome, well+fare=welfare, full+fil=fulfil.

কিন্তু vowel যুক্ত suffix হলে ‘ll’ ই ব্যবহার করতে হবে। যেমনঃ ill+ness=illness.

25. ‘ll’ দ্বারা সমাপ্ত 1 syllable বিশিষ্ট শব্দ যদি  suffix হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শেষের ‘l’ বাদ দিতে হবে। যেমনঃ roll-enrol, fill-fulfil, full-doutful.

26. কোনো শব্দের শেষে যদি ১টি consonant থাকে এবং consonant টির পূর্বে ১টি vowel থাকে এবং এরপর আদিতে যদি vowel বিশিষ্ট কোনো suffix (প্রত্যয়) যুক্ত হয়, তাহলে শেষের consonant টি দ্বিত্ব (double) হবে।

যেমনঃ cancel+ed=cancelled, travel+er=traveller. Benefited, credited, differed, galloped, paralleled, visitor.

27. যে সমস্ত word এর শেষে ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি consonant থাকে তাহলে i বিশিষ্ট প্রত্যয় (ing+ist) বাদে অন্যান্য যুক্ত করার সময় ‘y’ এর স্থানে ‘i’ হয়। যেমনঃ Accompany=Accompaniment, Busy=Business।

28. দুই বা ততোধিক syllable যুক্ত word এর শেষে যদি ১টি consonant এবং তার আগে যদি ১টি vowel থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ syllable এ stress পড়ে তাহলে সেক্ষেত্রে কোন suffix যোগ করতে হলে শেষ consonant টি (দ্বিত্ব) করতে হয়। যেমনঃ begin+er=beginner, swim+ing+swimming.

কিন্তু stress যদি প্রথম syllable এর উপর দেওয়া হয়, তাহলে consonant টি double হয় না। যেমনঃ Murmur+ed=murmured, orbit+ing= orbiting.

29. কোনো শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং তার পূর্বে যদি কোনো vowel থাকে, তাহলে সেই শব্দের সাথে কোনো suffix যোগ করার সময় সাধারণত ‘y’ এর কোনো পরিবর্তন হয় না। যেমনঃ buy=buyer, boy=boyish, journey=journeyed ইত্যাদি।

ব্যতিক্রমঃ say=said, day=day=daily ইত্যাদি।

30. শব্দের শেষে যদি ‘y’ থাকে এবং সেই ‘y’ এর পূর্বে যদি ‘t’ থাকে এবং তারপর যদি ‘ous’ যোগ করতে হয় তাহলে ‘y’ এর স্থলে ‘e’  হয়। যেমনঃ Beauty=beauteous, pity=piteous ইত্যাদি।

31. যদি word শেষে ‘e’ থাকে এবং সে word এর পরে যদি vowel বিশিষ্ট কোনো প্রত্যয় যুক্ত করতে হয়, তাহলে শব্দের শেষের ‘e’  সাধারণত বাদ দিতে হয়। যেমনঃ come=coming, write=writing.

কিন্তু word শেষে ‘e’ এবং word টির পূর্বে যদি ‘g’ বা ‘c’ থাকে তাহলে সে word এর শেষে ‘ous’  এবং ‘abl’ যুক্ত করার সময় word এর শেষের ‘e’ বাদ যায় না। যেমনঃ courage=courageous, charge=chargeable । ব্যতিক্রমঃ practice=practicable.

32. কোনো word এর শেষে যদি ee, oe বা ye থাকে তাহলে সে word শেষে ed বাদে প্রথমে যদি vowel বিশিষ্ট অন্য কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে শব্দের শেষের e বাদ যায় না। যেমনঃ Agree=Agreeable, Free=Freeing, See=Seeing ইত্যাদি।

33. যদি কোনো word এর শেষে ie থাকে, তবে সে word এর শেষে ing যোগ করতে হলে ie-এর স্থলে y হয়। যেমনঃ Die=Dying, Tie=Tying ইত্যাদি

34. যদি কোনো word এর শেষে e থাকে এবং সে word শেষে যদি consonant বিশিষ্ট কোনো প্রত্যয় যোগ করতে হয়, তাহলে e বাদ যাবে। যেমনঃ Argue=Argument, Simple=Simply, Awe=Awful. ব্যতিক্রমঃ achieve=Achievement

আবার কিছু কিছু word আছে যেগুলোতে e বাদ দিলেও চলে, না দিলেও চলে। যেমনঃ abridge=abridgment/Abridgement.

35. যদি কোনো word এ ব্যবহৃত i এবং e একত্রে থেকে দীর্ঘ-ঈ (বা double) এর মতো উচ্চারিত হয়, তাহলে সাধারণত প্রথমে i ব্যবহৃত হয় এবং পরে e ব্যবহৃত হয়। যেমনঃ Achieve, belief, chief, friend. ব্যতিক্রমঃ Conceive, ceiling.

36. কোনো word এ ব্যবহৃত i এবং e যদি একত্রে থেকে দীর্ঘ-ঈ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সাধারণত প্রথমে e এবং পরে i ব্যবহৃত হয়। যেমনঃ Heir, Height

37. কিন্তু word এর পদান্তরে (যেমন: Noun-Adjective) হলে মাঝে মাঝে u বাদ দিতে হয়। যেমনঃ Honorary, Labour=Laborious.

38. ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে পৃথক করে লেখা যায় না। যেমনঃ Anybody, Everybody, Elsewhere, Cannot, Instead, Nothing, Nowhere, welcome, Something, Sometimes, Nobody.  

39. Add S & ES: Most of the time, just add s. Scoop – Scoops.

If you hear the sound of /iz/, use es. Dish – dishes.

40. Words Ending in Y: If the word ends in a Consonant plus Y, change y to i and add es. E.g. Cherry – Cherries.

If the word ends in a vowel plus y, just add s. E.g. day – days.

41. Words Ending in O:  If the word ends in a Vowel plus o, add s. Pistachio – Pistachios.

If the word ends in a Consonant plus o, just add s or es. (Consult a dictionary if needed.). E.g. Hero – heroes, Piano – pianos.

42. Words Ending in F or FE:  If the word ends in f or fe, we often change the f or fe to V and add es. E.g. Loaf – loaves, Knife – knives.

Some words ending in f, don’t change when they become plural.

E.g. Chef – chefs

43. Irregular plurals: Irregular plural don’t follow the normal patterns. Child – children, tooth – teeth, ice – ice.   

Mst. Nasima Khatoon

Deputy Director

HSTTI, Rajshahi.