মনিটরের উপরের Avro Keyboard এর Bar হাইড হয়ে গেলে ফিরিয়ে আনতে করণীয়- যে কারণে Hide হয়ঃ * মনিটরের Avro বাটনের Avro Icon এর ডানে ছোট গোল এ click করে Exit এ click করলে Avro বাটন চলে যায়।
Avro Bar আনার জন্যঃ •Search বক্স এ Avro keyboard লিখতে হবে। Enter এ click. Avro keyboard লেখা এলে তার উপরে click করলেই Avro keyboard মনিটরের উপরে দেখা যাবে।
অন্য উপায়ে Avro বাটন হাইড হওয়া ও ফিরিয়ে আনাঃ
Avro Icon এর ডানে ছোট গোল এ click
Jump to System tray click করলে চলে যাবে।
এভাবে যাওয়ার পরে আনার জন্য নিচের Task Bar-এর Show Hidden Icon-এর ভিতরে বা Task Bar এর উপরে Avro keyboard এর আইকন A দেখা যাবে তার উপরে double click করতে হবে।