পাওয়ার পয়েন্টে NikoshBan এ লেখার সময় বাংলা ফন্ট উল্টা-পাল্টা হয়ে গেলে করণীয়-
•প্রথমে চেক করুন অভ্র কীবোর্ড মোড বাংলা সিলেক্ট আছে কিনা
•ফন্ট কমান্ড গ্রুপ থেকে NikoshBan সিলেক্ট করুন
•Caps Lock On থাকলে অফ করে দিন
•বাংলা সিলেক্ট থাকা অবস্থায় তার নিচে ড্রপ-ডাউনে Avro Phonetic (English to Bangla) সিলেক্ট আছে কিনা চেক করুন।
•এরপরেও যদি ফন্ট উলটাপালটা আসে তবে টাস্ক বারের Show Hidden icon থেকে EN এ ক্লিক করে BN করে দিন।