টাস্ক বার মনিটরের ডানে, বামে বা উপরে চলে গেলে ফিরিয়ে আনার উপায়ঃ
- Task Bar এর উপরে ফাঁকা জায়গায় মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করে Task Bar টি ডানে/বামে/উপরে/নিচে যে দিকে ইচ্ছা সে দিকে নিয়ে ছেড়ে দিলেই Task Bar টি সে দিকেই যাবে।
- Task Bar এর উপরে ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করতে হবে
- Lock the Task এ ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে
- তাহলে Task Bar টি আর কোন দিকে যাবে না, স্থায়ী হবে।
টাস্ক বার মনিটরের ডানে, বামে বা উপরে নেওয়ার উপায় বা যে কারণে টাস্কবার মনিটরের ডানে, বামে বা উপরে চলে যায়-
- Task Bar এর উপরে ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করতে হবে
- Lock the Task এ ক্লিক করে টিক চিহ্ন তুলে দিতে হবে বা কোনো কারণে যদি ক্লিক পড়ে এই টিক উঠে যায়
- Task Bar এর উপরে ফাঁকা জায়গায় মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করে Task Bar টি ডানে/বামে/উপরে/নিচে যে দিকে ইচ্ছা সে দিকে নিয়ে ছেড়ে দিলেই Task Bar টি সে দিকেই চলে যাবে। অথবা যদি কোনো কারণে টিক চিহ্ন উঠে যাওয়ার পরে ক্লিক লেগে টাস্ক বারটি ডানে বামে বা উপরে ড্রাগ হয়ে যায় তাহলে টাস্কবারটি সেদিকে চলে যাবে।