মজিলা ফায়ারফক্সের গতি বৃদ্ধি করারতে নিচের ধাপগুলি অনুসরণ করুনঃ
- মজিলা ফায়ারফক্স ওপেন করুন
- এড্রেসবারে about:config লিখে এন্টার চাপুন
- পেজ লোড হলে ‘I’ll be careful, I promise!’ বোতামে ক্লিক করুন
- search এর ঘরে browser.cache লিখে এন্টার চাপুন
- সার্চ বক্সে browser.cache.disk.enable কী ওয়ার্ড লিখে খুঁজে বের করুন
- এরপর তাতে ডাবল ক্লিক করে এর মান false করে দিন
- অন্যদিকে browser.cache.memory.enable এর মান true করে দিন
- ফাঁকা যেকোনো জায়গায় রাইট ক্লিক করে New থেকে Integer নির্বাচন করুন
- এখানে browser.cache.memory.capacity লিখে OK করুন
- পরের ঘরের 1000 (১০০ মেগাবাইটের সমান) লিখে OK করুন
- আবার search এর ঘরে pipelining লিখে এন্টার চাপুন
- এবার network.http.pipelining খুঁজে বের করে তাতে ডাবল ক্লিক করে এর মান false থেকে করে true দিন
- network.http.pipelining.maxrequests -এর মান ৪ থেকে ১০ মধ্যে যে কোনো সংখ্যা নির্ধারন করে দিন
- কাজ শেষে ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন
এরপর থেকে ওয়েবপেজগূলো আগের চেয়ে দ্রুত গতিতে লোড হবে।