উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধ করার জন্য নিম্নের ধাপগুলো মেনে চলুনঃ
- স্টার্ট মেনুতে ক্লিক করে settings update & security advanced options এ যেতে হবে।
- অটোমেটিক আপডেট মেনুর নিচে থাকা Give me updates for option থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে।
- নিচের chose how updates are delivered অপশনে ক্লিক করে when this is turned on ….. স্লাইডারটি টেনে বন্ধ করতে হবে।
- ওপরের বামের ব্যাক বোতাম চেপে আগের এডভান্স অপশন উইণ্ডোতে ফিরে গিয়ে সবার নিচে থাকা privacy options থেকে Background apps অপশনে ক্লিক করতে হবে।
- ডান পাশে থাকা বিভিন্ন app-এর পাশে স্লাইডারটি টেনে যে app-গুলো কাজে লাগে না সেগুলো বন্ধ করে দিতে হবে।
- এরপরে আবার ব্যাক বোতামে ক্লিক করে মূল সেটিংস উইন্ডোতে ফিরে আসতে হবে।
- সেখান থেকে Network & Internet Wi-Fi Advanced options – এ ক্লিক করে Set as metered connection অপশনের স্লাইডারটি টেনে চালু করে দিতে হবে।
তাহলে উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধ হয়ে যাবে।