Google এ E-mail বা Gmail একাউন্ট তৈরি করার নিয়ম-

১. কম্পিউটার স্টার্ট করে নেট কানেকশন দিতে হবে

২. ব্রাউজার Mozilla Firefox অথবা Google Crome Open করতে হবে

৩. Browser এর Address Bar এ www.google.com লিখে এন্টার করতে হবে

(Borowser এ www.google.com Open থাকলে করতে হবে না)

৪. Click gmail

৫. Click Create Account

৬. একটি Window আসবে । First Name এর ঘরে নিজের নামের প্রথম অংশ এবং Last Name এর ঘরে নামের শেষ অংশ লিখতে হবে

৭. User Name/email Id এর ঘরে প্রত্যাশিত e-mail address বা চাহিত ঠিকানা লিখতে হবে । যেমন: hsttiraj(@gmail কথাটি লেখা থাকবে)

৮. পূর্বে কেউ দেয়া নাম ব্যবহার না করলে আপনাকে এই ঠিকানাটি ব্যবহার করার সুযোগ দিবে (নামটি আগে কেউ ব্যবহার করলে লাল রঙে ম্যাসেজ দেখাবে এবং দেয়া নামটিতে আরও কিছু সংযোজন করে নতুন আইডি বা ঠিকানা করতে হবে)

৯. Password এর ঘরে গোপন নাম, সংকেত ব্যবহার করতে হবে । তবে অবশ্যই  বর্ণ-সংকেতের বেশী হতে হবে

১০. Re-type Password এর ঘরে পুনরায় ঐ Password টি লিখতে হবে

১১. জন্ম তারিখ এর নিচে প্রথমে মাস পরে দিন ও বছর লিখতে হবে

১২. Gender এর ঘরে Male অথবা Female নির্ধারণ করে দিতে হবে

১৩. মোবাইল নাম্বার এর ঘরে ০ বাদ দিয়ে পুরো ফোন নাম্বরটি লিখতে হবে

১৪. Your current email address ঘরে কিছু না লিখলেও হবে

১৫. Prove you are not a robot – এই ঘরে ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে

১৬. Location Bangladesh থাকলে কিছু করার দরকার নাই

১৭. ক্লিক Next Step করলে একটি ম্যাসেজ আসবে । ম্যাসেজটি পড়ে শেষ করতে হবে

১৮. I agree google terms and service and security অপশনটি তে ক্লিক করে দিয়ে Next এ ক্লিক করতে হবে

১৯. এক্ষেত্রে মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসতে পারে । কোডটি ওপেন করে পরবর্তী ধাপে Verification code এর ঘরে নাম্বারটি লিখে Continue করলে Welcome লেখা দেখা যাবে । অর্থাৎ ই মেইল ঠিকানা তৈরী হয়ে আপনাকে ইন বক্সে স্বাগত জানাবে । Continue তে ক্লিক করে পরবর্তী কাজ করা যাবে ।