হার্ডডিস্ক ভর্তি হয়ে গেলে খালি রাখার উপায়-
• This PC বা My PC তে ক্লিক
• Tools/Organize এ ক্লিক
• Folder and search option এ ক্লিক
• View এ ক্লিক
• Hide Protected Operating System files (recommended) থেকে টিক তুলে দিতে হবে
• Show hidden files, folders and drive select করতে হবে
• এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ আছে তা ওপেন করে System volume information নামের একটি ফাইল পাওয়া যাবে- তার ভেতরের সব তথ্য মুছে ফেলতে হবে, কিন্তু ফাইলটি মুছা যাবে না।
• এভাবে প্রতিটি ড্রাইভকেই একই পদ্ধতিতে খালি করতে হবে।
• কাজ হলে পুনারায় Tools/Organize এ ক্লিক
• Folder and search option এ ক্লিক
• View এ ক্লিক
• Hide Protected Operating System files (recommended) থেকে টিক দিতে হবে
• File গুলো লুকিয়ে ফেলতে হবে।