রিমুভেবল ড্রাইভ থেকে সর্টকার্ট সমস্যা দূর করার জন্য করণীয়-

•উইনডোজ বাটনে ক্লিক করে নোটপ্যাড ওপেন করুন

•নোটপ্যাডে লিখুন attrib-s-r-h *.*/s /d / আপনার রিমুভেবল ড্রাইভের নাম, যেমন G, E, F যে কোন নাম হতে পারে,

•নোটপ্যাডের ফাইল মেনু থেকে Save as এ ক্লিক করুন

•Save as typeটি অল ফাইলে পরিবর্তন করার জন্য ড্রপ ডাউনঅল ফাইল সিলেক্ট করে দিন

•এবার ফাইলের একটি নাম দিয়ে ফাইলটি .bat ফরমেটে সেভ করতে হবে। যেমন Shortcut solve.bat এরকম নাম দেওয়া যেতে পারে।

•এরপর ডেস্কটপ বা অন্য কোন ড্রাইভ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করতে হবে।

•এবার তৈরি হয়ে গেল Shortcut solve.bat ফাইলটি।

•এবার সর্টকাট সমস্যাযুক্ত পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করান।

•তৈরিকৃত ব্যাট ফাইলটিতে ডাবল ক্লিক করুন।

•এখন শর্টকাট সমস্যাযুক্ত রিমুভেবল ড্রাইভটি আর শর্টকাট দেখাবে না।

•পরবর্তিতে যখনই শর্টকাট সমস্যাযুক্ত ড্রাইভটি পিসিতে প্রবেশ করাবেন তখনই শুধুমাত্র এই ব্যাট ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করলে ড্রাইভটি শর্টকাটমুক্ত হবে।