Skip to content
মনিটরের আইকন খুঁজে পাওয়ার জন্য করণীয়:
- পিসি এর মনিটর স্ক্রীনের ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করতে হবে
- View তে ক্লিক করতে হবে
- Show Desktop Icons এর ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে
মনিটরের আইকন হাইড করার জন্য বা যে কারণে মনিটরের আইকন হারায় বা হাইড হয়-
- পিসির মনিটর স্ক্রীনের ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করতে হবে
- View তে ক্লিক করতে হবে
- Show Desktop Icons এ ক্লিক করে টিক চিহ্ন তুলে দিতে হবে বা কনো কারনে এই টিক চিহ্ন উঠে গেলে মনিটরের উপরের আইকনগুলি হাইড হয়ে যায় বা হারিয়ে যায়।