ল্যাপটপ যাতে দীর্ঘদিন সঠিকভাবে সার্ভিস দেয় তারজন্য কিছু টিপস
•ব্যাটারী দিয়ে ল্যাপ্টপ চালানোর সময় স্ক্রীনের ব্রাইটনেস কমিয়ে রাখা ভাল।
•সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারন এতে ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যে কোন ধরণের ক্ষতি হতে পারে।
•প্রসেসরের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলি বন্ধ করে দিন।
•ব্যাটারীর কানেক্টরের লাইন মাঝে মাঝে পরিস্কার করুন
•সব সময় হার্ডডিস্ক হতে মুভি বা গান চালাবেন না। কারণ এতে সিডি/ডিভিডি রমের ক্ষমতা কম হতে থাকে।
•হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটেনেন্স এর সময় কোন কাজ করা উচিৎ নয়।
•ব্যাটারী দিয়ে যদি ল্যাপটপ কম চালানো হয় বা একেবারেই চালানো না হয় তাহলে এর আয়ু কমতে থাকে। এজন্য সপ্তাহে অন্তত ২ দিন বা তিন দিন ব্যাটারী দিয়ে ল্যাপটপ চালানো উচিৎ।
•সপ্তাহে অন্তত ১ বার হার্ড ডিস্ক ডিফ্রাগমেন্ট করা উচিৎ।
•অপ্রোয়োজনীয় বা ব্যবহার করা হয় না এমন প্রোগ্রাম বা সফটওয়ারগুলো আনইন্সটল করুন।
•রিমুভেবল ড্রাইভ (পেন ড্রাইভ, মেমরি কার্ড, হার্ড ডিস্ক) দিয়ে তথ্য আদানপ্রদানের সময় অবশ্যই স্ক্যান করে নিয়ে হবে।
•এন্টিভাইরাস ইন্সটল করার পর নিয়মিত হালনাগাদ করতে হবে।
•রিমুভেবল ডিস্ক কখনো ফোল্ডারের মতো দুই ক্লিক করে খুলবেন না। এতে ভাইরাস ছড়াতে পারে। রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করে খুলবেন।
•রিমুভেবল ডিস্ক কম্পিউটার থেকে টান দিয়ে খুলবেন না। সিস্টেমেটিকভাবে খুলবেন।
•একসাথে একটির বেশি এন্টিভাইরাস ইন্সটল করবেন না। এতে কম্পিউটার ধীর গতি সম্পন্ন হয়ে যায়।
•অযথা সফটওয়ার ল্যাপটপে ইন্সটল করবেন না। মনে রাখবেন, সফটওয়ারের সাথে ভাইরাস কমপিউটারে প্রবেশ করতে পারে।
•সার্ভারে যুক্ত এমন কম্পিউটার দিয়ে সব ধরণের কাজ করবেন না। এতে কম্পিউটারে ভাইরাস আক্রমণের শিকার হতে পারে।
•একটি ভালো লাইসেন্সপ্রাপ্ত এন্টিভাইরাস ইন্সটল করে নিন এবং নেট কানেকশন দিয়ে নিয়মিত হালনাগাদ করুন। অটো আপডেট সুবিধা enable করে রাখবেন।
•