উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধ করার জন্য নিম্নের ধাপগুলো মেনে চলুনঃ

  1. স্টার্ট মেনুতে ক্লিক করে settings update & security advanced options এ যেতে হবে।
  2. অটোমেটিক আপডেট মেনুর নিচে থাকা Give me updates for option থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে।
  3. নিচের chose how updates are delivered অপশনে ক্লিক করে when this is turned on ….. স্লাইডারটি টেনে বন্ধ করতে হবে।
  4. ওপরের বামের ব্যাক বোতাম চেপে আগের এডভান্স অপশন উইণ্ডোতে ফিরে গিয়ে সবার নিচে থাকা privacy options থেকে Background apps অপশনে ক্লিক করতে হবে।
  5. ডান পাশে থাকা বিভিন্ন app-এর পাশে স্লাইডারটি টেনে যে app-গুলো কাজে লাগে না সেগুলো বন্ধ করে দিতে হবে।
  6. এরপরে আবার ব্যাক বোতামে ক্লিক করে মূল সেটিংস উইন্ডোতে ফিরে আসতে হবে।
  7. সেখান থেকে Network & Internet Wi-Fi Advanced options – এ ক্লিক করে Set as metered connection অপশনের স্লাইডারটি টেনে চালু করে দিতে হবে।

তাহলে উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধ হয়ে যাবে।