ইমেইল পাঠাতে নিচের নিয়ম অনুসরণ করতে হবে-

Email Account বা Address থেকে চিঠি বা mail পাঠানো :

১. প্রথমে  কম্পিউটার স্টার্ট করে নেট কানেকশন দিতে হবে

২. ওয়েব ব্রাউজার (মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগুল ক্রোম, ওপেরা ইত্যাদি) ওপেন করতে হবে

৩. এড্রেস বারে www.google.com লিখে ইন্টার প্রেস করতে হবে

৪. ক্লিক জিমেইল

৫. ক্লিক সাইন ইন (বক্সে আপনার ইমেইল ঠিকানা লিখে নেক্সট এ ক্লিক করে পাসওয়ার্ড দিলে আপনার একাউন্ট ওপেন হবে

৬. ক্লিক Compose

৭. এখানে একটি বক্স আসবে । বক্সে To বরাবর যার ঠিকানায় মেইল বা চিঠি লিখবেন তার ইমেইল ঠিকানা বা আইডি লিখতে হবে

৮.  সাবজেক্ট এর ঘরে চিঠির বিষয় লিখতে হবে

৯. নিচের ঘরে মূল চিঠি যেমন :

Dear Sir

I Hope you are fine.

Take my Salam.

Thank You

১০. লেখা শেষ হলে Send এ ক্লিক করলে চিঠি বা মেইল চলে যাবে । এখানে ইচ্ছা করলে এর সাথে অন্য কোন কিছু সংযোজন করা যায় ।

১২. Click Send করলে mail ঐ ঠিকানায় চলে যাবে ।